• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণার দাবি ছাত্র সমিতির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৯, ১৮:২৩
গণতান্ত্রিক আইন ছাত্র সমিতি

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার দ্রুত তারিখ ঘোষণা, লিখিত পরীক্ষায় ও.এম.আর শীট সংযোজনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইন ছাত্র সমিতি (ডিএলএসএ)। এসব দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষানবীশ আইনজীবীদের আন্দোলনে সংহতিও প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনটির কার্যকরী সভাপতি পুলক আশরাফ ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

যৌথ বিবৃতিতে বলেন- সর্বশেষ ২০১৭ সালের ২১শে জুলাই আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ২ বছর ৪ মাস পার হয়ে গেলেও আর কোনো এনরোলমেন্ট পরীক্ষা নেয়া হয়নি। অথচ উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে প্রতি বছর নিয়মিত পরীক্ষা গ্রহণ করার জন্য। সময়মত পরীক্ষা না হবার কারণে শিক্ষানবীশদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে এবং অনেকেই আইন পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

নেতৃদ্বয় আরও বলেন- কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বার কাউন্সিল তার দায় এড়াতে পারেনা।

নেতৃদ্বয় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষানবীশ আইনজীবীদের সম্মিলিতভাবে আন্দোলনের আহবান জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh