• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাবিতে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা, কড়াকড়ি অবস্থানে প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১২ নভেম্বর ২০১৯, ২২:০৪
জাবিতে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীর একাংশ, কড়াকড়ি অবস্থানে প্রশাসন
জাবিতে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীর একাংশ, কড়াকড়ি অবস্থানে প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলন দু’দিন বন্ধ থাকার পর মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিন পটচিত্র প্রদর্শন ও বিকেলে সংহতি সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকে ঘিরে আবারও কড়াকড়ি অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকে ঘিরে বহিরাগত কেউ যেন ক্যাম্পাসে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা কর্মকর্তাদের তৎপর থাকতে দেখা গেছে।

আজ সকাল থেকে নিরাপত্তা শাখার কর্মকর্তারা প্রত্যেকটি প্রবেশ ফটকে কড়া নজরদারিতে ছিল। এসময় তারা ক্যাম্পাসে আগত সকলের পরিচয় সনাক্ত করেন এবং শিক্ষার্থী ব্যতীত কাউকেই প্রবেশ করতে দেয়নি।

এদিকে কর্মকর্তারা আজ সকাল থেকে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরিভাবে চালু করলেও দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা পুরাতন প্রশাসনিক ভবনের ভেতরে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদেরকে কাজ বন্ধ করে বের হয়ে যেতে বলেন। এসময় তারা বলেন, ‘আমাদের আন্দোলন শেষ হয়নি আপনারা বের হয়ে যান।’