• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইবির ‘এ’ ইউনিটে পাসের হার ২৫ শতাংশ

ইবি সংবাদদাতা

  ১২ নভেম্বর ২০১৯, ১৮:৩৪
ইবির ‘এ’ ইউনিটে পাসের হার ২৫ শতাংশ
ইবির ‘এ’ ইউনিটে পাসের হার ২৫ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ২৫ শতাংশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কার্যালয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা।

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট কৃতকার্য হয়েছেন ৪৬৪ শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে ২৪০ আসনের বিপরীতে ২ হাজার ২২৩ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড.লোকমান হোসেন, প্রফেসর ড. আকবার হোসাইন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘১০ লাখ টাকা নেন মিষ্টি খেতে, কাউরে বলব না’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
‘আর ১০ সেকেন্ড থাকলে মারা যেতাম’ 
ইবির গণরুমে এবার ছাত্রকে নগ্ন করে রাতভর নির্যাতনের অভিযোগ
X
Fresh