• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি

  ০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৮
অনির্দিষ্টকাল বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের হামলার পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিকেল সাড়ে ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাবি সংবাদদাতা জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে অন্তত শতাধিক ছাত্রলীগ সদস্য মিছিল সহযোগে এসে এই হামলা চালায়। তাৎক্ষণিকভাবে আহতদের জাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জুয়েল রানা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে, তারা শিবিরের কর্মী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে বের করার আহ্বান জানাই।

পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি
X
Fresh