• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবিতে নুরকে অবাঞ্চিত ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ১৮:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ ক্লাস পরীক্ষা সচলের আহ্বান জানানোর সময় এ ঘোষণাও দেন ছাত্রলীগ নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। যারা শুরু থেকেই সাত কলেজের অধিভুক্তির বিরোধীতা করে আসছেন।

সাত কলেজ বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সমর্থন দিয়ে আসছেন।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : সন্তানের শিক্ষা খরচ চালাতে ধুকছে সাভারের শ্রমিক পরিবারগুলো
------------------------------------------------------------------------

তবে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, আকতার হোসেন ডাকসুর টাকা অবৈধভাবে খরচ করে তালা কিনেছেন। এসব তালা দিয়েই ক্যাম্পাসে ধর্মঘট করা হচ্ছে। এজন্য নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh