• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার চট্টগ্রামে 'স্টাডি ইন ইন্ডিয়া' মেলা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ১৭:৪৪
স্টাডি ইন ইন্ডিয়া
চট্টগ্রামে শুরু হয়েছে দু’দিনের স্টাডি ইন ইন্ডিয়া মেলা। ভারতের খ্যাতনামা চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।

চট্টগ্রামে শুরু হয়েছে দু’দিনের স্টাডি ইন ইন্ডিয়া মেলা। ভারতের খ্যাতনামা চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।

সোমবার বন্দর নগরীর পেনিনসুলা হোটেলে এ মেলার উদ্ধোধন করা হয়।

ভারতীয় হাই কমিশনের চট্টগ্রামের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি এই মেলার উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে মেলা শেষে ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইনে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকরা মেলায় এসে সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তথ্য সংগ্রহ করতে পারবেন।

মেলা উদ্বোধনকালে জিসনু অনিন্দ্য ব্যানার্জি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে এসে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ পাবে। এ ধরনের মেলা তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলেও মত দেন তিনি।


এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh