• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ভবনে ভবনে তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৯, ১১:২৫
শাসনিক ভবনে তালা
ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

আজ রোববার (২১) সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

সকালে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশাসন দাবি মেনে না নেয়া পর্যন্ত তালা খোলা হবে না। আমাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সঙ্গে বসতে চেয়েছি। তারা কোন কথা শুনছে না। আমরা আশা করছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে।

জানা গেছে, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ঢাবিতে ‘গণইফতার’ কর্মসূচি
ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার, ৬০ জনকে শাস্তি
X
Fresh