logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

প্রকাশিত হলো বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ মে ২০১৯, ১৬:৫৪ | আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:২৬
প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ এর দ্বিতীয় সংখ্যা (এপ্রিল-জুন ২০১৯)। 

bestelectronics
পত্রিকাটিতে রয়েছে বই বিষয়ক প্রবন্ধ, বই আলোচনা, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।

দ্বিতীয় সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন-হামিদ রায়হান, নাজিব তারেক, জাকির তালুকদার, সৈয়দ কামরুল হাসান, অঞ্জন আচার্য, জাহাঙ্গীর আলম জাহান, সৌমিত্র দস্তিদার, শাহ্ মোহাম্মদ মোশাহিদ, সাইফ বরকতুল্লাহ, ইলিয়াস বাবর ও আনওয়ার কামাল।

পত্রিকাটি পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশন, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ) এছাড়াও অনলাইন বুকশপ বইমেলা ডট কম (facebook.com/banglaboimelaa)-এ।

পত্রিকাটি সম্পাদনা করেছেন ফয়সাল আহমেদ, প্রকাশক দ্যু প্রকাশন। এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ৫০ টাকা।

এসজে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়