• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন শুরু বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৯, ১৫:৪০

আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে।

চার দিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক এ্যাডভোকেট গোরাম আরিফ টিপু।

সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন ভাষাসৈনিক-সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক আহমদ রফিক, স্বাধীনতা পদক বিজয়ী অধ্যাপক যতীন সরকার।

সমাবেশের পর একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে।

চারদিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে টিএসসিতে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া শনি-রোববার (২৭-২৮ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ বলেন, সম্মেলন সফল করতে সারাদেশের ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ১৬টি উপপরিষদের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

সম্মেলনকে সফল করতে তিনি সকল শুভানুধ্যায়ী, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ আপামর ছাত্র সমাজকে অংশ্রগ্রহণ করার আহ্বান জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh