• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবিতে বর্ষবরণের কনসার্ট বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ১২:৩২
ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানস্থলে দুই দফা ভাংচুরের পর অনুষ্ঠানের কনসার্ট বাতিল করার ঘোষণা দিয়েছে।

শনিবার কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজোকে অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যেতে দেখা যায়। এ অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঘটনাস্থলে অনুষ্ঠানের উপস্থিত স্পন্সর মোজোর মার্কেটিং বিভাগের অপারেশন হেড (ব্র্যান্ড) আজম বিন তারেক বলেন, রাত ১টার পর একবার হামলা হয়। পরে সকাল ৮ টার দিকে আবার ভাংচুর করে।

তিনি আরও বলেন, ২০-২৫ জনের একটি দল এসে গণ্ডগোল বাঁধাতে গেলে আমি তাদের ফিরে যাওয়ার অনুরোধ করি। এর পাঁচ মিনিটের মধ্যে আরও ১০০-১৫০ জন এসে আমাকেসহ আমার ওয়ার্কারদের বের করে দেয়। ১০-১২ মিনিটের মধ্যে পুরো জায়গায় ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে চলে যায়। এতো রিস্ক নিয়ে অনুষ্ঠান করা যায় না। দুই দফা ভাংচুর ও অগ্নিসংযোগের পর আমরা নিরাপত্তহীনতার কারণে চলে যাচ্ছি।