• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১০ টাকায় রাবি ক্যাম্পাসে রাইড শেয়ারিং

রাবি প্রতিনিধি

  ০৩ এপ্রিল ২০১৯, ২১:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) প্রথমবারের মতো রাইড শেয়ারিং সেবা চালু হয়েছে। ১০ টাকা ভাড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো জায়গায় পৌঁছানো যাবে এ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ এ শেয়ারিং সেবা চালু করেছেন।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা চালু থাকবে। শুরুতেই ২টি বাইক দিয়ে শেয়ারিং সেবা চালু করেছেন মাসুদ পারভেজ।

উদ্যোক্তা মাসুদ পারভেজ আরটিভি অনলাইনকে জানান, রাইড শুরুর ৫ মিনিট আগে ফোন বা এসএমএস এর মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান জানাতে হবে। তারপর ৫ মিনিটের মধ্যেই বাইক চলে যাবে ব্যক্তির লোকেশনে এবং পৌঁছে দিবে নিজ গন্তব্যে।

তিনি বলেন, ‘ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পেলে এ সেবাকে অ্যাপের আওতায় নিয়ে আসব এবং রাইডের জন্য বাইকের সংখ্যা বৃদ্ধি করব। ছাত্রীদের জন্যও থাকবে ছাত্রী নিয়ন্ত্রিত চালক। যাতে ছাত্রীদেরও এ সেবার আওতায় নিয়ে আশা যায়।’

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh