• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস হবে না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  ৩১ মার্চ ২০১৯, ১৮:২২

এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না। তীক্ষ্ণ গোয়েন্দা নজরধারী রয়েছে। যদি কোনভাবে কাউকে প্রশ্নফাঁসের অপচেস্টায় লিপ্ত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। বললেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।

আজ রোববার দুপুরে চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সটিরি প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

ডা. দীপু মনি বলেন, স্বাধীন চিন্তা, সৃজনশীলতার পাশাপাশি শৃঙ্খলা খুব জরুরি। শৃঙ্খলাকে বলা হয় লক্ষ্য ও অর্জনের সিঁড়ি। সবাইকে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। শিক্ষার্থীদের অর্জনের পেছনে পিতা-মাতা, শিক্ষকমণ্ডলী, সর্বোপরি দেশের অনেক ত্যাগ ও শ্রম, রয়েছে।