• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বললেন ভিসি, উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৯, ১৭:৫৭

‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে ভিসির ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন তারা।

গতকাল মঙ্গলবার থেকেই এই আন্দোলনের সূচনা হয়। তার ধারাবাহিকতায় ভিসির ওই উক্তি প্রত্যাহারের দাবিতে আজ বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকারও ঘোষণা দিয়েছেন।

এছাড়া শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বক্তব্য প্রত্যাহারসহ ৫ দফা দাবি পেশ করেছেন আন্দোলনরতরা।