• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাককানইবিতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৯, ১৬:৪১

রাজধানীর বসুন্ধরা এলাকায় গতকাল ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি পেশ করেছে।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলার মোড়ে এসে ৮ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। সবশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর কাছে স্মারক লিপি পেশ করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

-----------------------------------------------------------
আরও পড়ুন : ‘ফুটওভার ব্রিজ নয়, নিরাপদ সড়ক চাই’
-----------------------------------------------------------

শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো-

১. পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতিমাসে চালকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।

২. চালক ও সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

৩. ফিটনেসবিহীন বাস ও লাইসেন্স বিহীন চালককে অপসারণ করতে হবে।

৪. ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

৫. সড়ক হত্যার সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে (চলমান আইনের পরিবর্তন করে)।

৬. দায়িত্বে অবহেলাকারী প্রশাসন ও ট্র্যাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং যাত্রী ছাওনি করার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

৮. শিক্ষার্থীদের হাফ পাস অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোশিয়লজি বিভাগের শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করেছে বলে জানান ওই বিভাগের শিক্ষার্থী রহমতে এলাহি সেতু। তাছাড়া অন্যান্য বিভাগে ক্লাস পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক ছিল।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh