• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রলীগ সভাপতিকে ‘সন্ত্রাসী’ দাবি করে ছবি তুললেন না অরণি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৯, ২২:৩৪

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে স্বতন্ত্র জোটের ভিপি পদপ্রার্থী অরণি সেমন্তি খানের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণির সঙ্গে হাত মেলান। এসময় শোভনের সঙ্গীরা অরণির সঙ্গে একত্রে ছবি তুলতে চাইলে রাজি হননি তিনি।

উল্টো অরণি বলেন, সন্ত্রাসীর সঙ্গে ছবি তুলি না। বিব্রত শোভন সঙ্গে সঙ্গেই চলে যান। অরণি ও শোভনের আলাপচারিতার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যায়- রোকেয়া হলে ভোট গ্রহণকালে হামলার জন্য সেমন্তির পাশ থেকে কেউ একজন শোভনকে দায়ী করে কথা বলছিলেন।