• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগের মুখে মধু অন্তরে বিষ, তাদের বিশ্বাস করা টাফ: নুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৯, ২১:৫৮

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে, তখন বুকে টেনে নেয়। আবার যখন মন করে আমরা শত্রু, তখন মার দেয়। তাদের মুখে মধু অন্তরে বিষ। তাদের বিশ্বাস করাটা খুব টাফ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ভিপি বলেন, গতকালও আমরা দেখেছি। রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাকে মেরেছে। গেল ৩০ জুন লাইব্রেরির সামনে তারা মেরেছিল আমাকে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আজও আমি যখন টিএসসিতে এসেছি তারা আমাকে ধাওয়া দিয়েছে।

সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনের ফোরাম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ভোট করে ছাত্রলীগের শোভনকে হারিয়ে ভিপি নির্বাচিত হন নুর।

নুরকে বিজয়ী ঘোষণার পর তাকে শিবির আখ্যা দিয়ে ফল মেনে না নেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। মঙ্গলবার সকালে তারা উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভও করে। তার কয়েক ঘণ্টা পর নুরকে মেনে নেয় ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন টিএসসিতে নুরের সঙ্গে কোলাকুলি করেন এবং দুজনেই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তবে সন্ধ্যায় আবার নিজের অবস্থান পাল্টে ডাকসু নির্বাচন বাতিলের দাবি জানান নুর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ : নুর
তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না : নুর
ক্ষমা চাইলেন নুর
ভিপি নুরের আদালত অবমাননা নিয়ে শুনানি আজ
X
Fresh