• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোটের ফল বাতিলের দাবিতে আমরণ অনশনে ৪ শিক্ষার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৯, ১৯:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটের ফল বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন শুরু করেছেন চার শিক্ষার্থী। তারা বিভিন্ন হল সংসদে প্রার্থী ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে অনশন শুরু করেন তারা।

যারা অনশনে আছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনিন্দ্য মণ্ডল, সিএসই তাওহিদ তানজিম, পপুলেশন সায়েন্স মঈন উদ্দিন, পদার্থবিজ্ঞানের শোয়েব মাহমুদ অন্তর।

অন্তর আরটিভি অন্তরকে বলেন, কারচুপির ভোট হয়েছে। ভোট দিতে পারিনি। ফেইক লাইন তৈরি করা হয়েছে। অনিয়ম হয়েছে দায়িত্বরত শিক্ষকদের প্রত্যক্ষ মদদে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা লজ্জিত। কারচুপির এই ভোট বাতিল না করা পর্যন্ত আমাদের অনশন চলবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। জিএস পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সোমবার (১১ মার্চ) রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যার প্রতিবাদে রাবিতে অনশন
স্ত্রীর স্বীকৃতি পেতে পুলিশের বাড়িতে কলেজছাত্রীর অনশন
৮০ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি ছাত্রলীগের ২ নেতা
জাবিতে অনশনরত ছাত্রলীগ নেতার সঙ্গে আওয়ামীপন্থী শিক্ষকদের সংহতি
X
Fresh