• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে: ঢাবি উপাচার্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১৪:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ বাদে সব প্যানেলই ভোট বর্জন করেছে। তবে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে শিক্ষার্থীরা৷ তাদের ব্যাপক অংশগ্রহণে ডাকসু তার ঐতিহ্যের পথে আরেক ধাপ এগিয়ে গেল।

সোমবার ডাকসুর ভোট গ্রহণের শেষ পর্যায়ে রোকেয়া হলের সামনে এই মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা আমি অভিভূত হয়েছি। আমারা তাদের মাধ্যমে উৎসাহিত হচ্ছি।

এর আগে দুপুর ১টার কিছুক্ষণ পরে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম জোট, স্বাধিকার, কোটা ও স্বতন্ত্র জোট। ছাত্রদল ছাড়াও সরকার সমর্থিত জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। তারা ঢাবি প্রশাসনের বিরুদ্ধে অনিয়মে সহযোগিতার অভিযোগ করেছেন।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh