• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচন: এবার ভিপি প্রার্থী নুরুকে মারধর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১২:৫৯

ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্ছিত হয়েছেন ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক।

আজ দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া হলে ভোটগ্রহণ শুরুতে ৯টি ব্যালট বাক্সের মধ্যে ৬টি প্রার্থীদের উন্মুক্ত করে দেখানো হয়। বাকি তিনটি দেখায়নি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা। এসময় অন্য প্রার্থীরা বাকি তিনটিও উন্মুক্ত করে দেখানোর দাবি জানান। এ নিয়ে ছাত্রলীগের নারী প্রার্থীদের সঙ্গে অন্য প্রার্থীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের ছেলে ও মেয়ে কর্মীরা চড়াও হয় এবং নূরকে মারধর করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, নরুল হক নুর ও ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুল ইসলাম অনিক রোকেয়া হলে মিথ্যা ভোট কারচুপির অভিযোগ এনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ : নুর
তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না : নুর
ক্ষমা চাইলেন নুর
ভিপি নুরের আদালত অবমাননা নিয়ে শুনানি আজ
X
Fresh