• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচন: কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১০:৩১

কুয়েত মৈত্রী হলের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় হল ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে। হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

এর আগে সোমবার সকালে শিক্ষার্থী এবং প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়ায় কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত রাখে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্রস চিহ্ন দেয়া ব্যালট পেপার নিয়ে হলের সামনে বিক্ষোভ করে। তাদের অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর আগে ভোটাররা ব্যালট পেপার দেখতে চান। কর্তৃপক্ষ তা দেখালে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই অনুসন্ধান করে বস্তাবন্দি ব্যালট পেপার খুঁজে বের করে। তারপর সেইসব ব্যালট পেপার নিয়ে তারা হলের সামনে এসে বিক্ষোভ শুরু করে।
গণমাধ্যমকর্মীদের সামনে তারা ব্যালট পেপারগুলো তুলে ধরেন, যেগুলোতে আগে থেকেই সিল দেয়া ছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh