• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাকসু নির্বাচন: এক ঘণ্টাতেও ভোটগ্রহণ শুরু হয়নি রোকেয়া হলে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ০৯:১০

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৮ বছর পর আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচন।

সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে দুপুর ২টা পর্যন্ত। তবে যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভোট শুরু হলেও রোকেয়া হল কেন্দ্রে এখনও ভোট শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। প্রার্থীদের অভিযোগ, ব্যালট বক্স না দেখানোর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হবার কথা থাকলেও সাতটা থেকে লাইনে দাঁড়ান শিক্ষার্থীরা। কিন্তু সকাল ৯টা পর্যন্ত ভোটগ্রহণই শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

রোকেয়া হলের সদস্য পদপ্রার্থী মনিষা আক্তার জানান, ৯টি ব্যালট বাক্স আনা হলেও মাত্র ৩টি ব্যালট বাক্স দেখানো হয়। সেগুলো খুলে দেখাতে বললেও রিটার্নিং কর্মকর্তা দেখাননি। সাংবাদিকরা এলেও ঢুকতে দেয়া হয়নি।