• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাবিতে ‘নিষিদ্ধ’ এরশাদের ছাত্র সমাজকে বাম ছাত্র সংগঠনগুলোর ধাওয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৯, ১৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ধাওয়া দিয়েছে ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্র সংগঠনগুলো।

শনিবার দুপুর বারোটার দিকে ২০-২৫ জন নিয়ে মধুর ক্যান্টিনের সামনে মিছিল শুরু করে জাতীয় ছাত্র সমাজ। এসময় তারা এরশাদের নামে স্লোগান দেয়৷ তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা হঠাৎ তাদের ধাওয়া দেয়। পরে বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও লাঠিসোটা নিয়ে যোগ দেয়।

এসময় ছাত্র সমাজের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়। পরে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রশাসনের আস্কারাতেই ক্যাম্পাসে ছাত্র সমাজ মিছিল করার সাহস পেয়েছে। প্রশাসন না পারলে ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোই প্রতিহত করবে।

উল্লেখ্য, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের বৈঠকে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। একইসঙ্গে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে-এমন সংগঠনগুলোও কার্যক্রম চালাতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh