• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাকসু নির্বাচনের দিন সীমিত থাকবে বিশ্ববিদ্যালয়ে যান চলাচল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৮ মার্চ ২০১৯, ১৬:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন ক্যাম্পাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ওইদিন অনুমোদিত ও বিশেষ পাসযুক্ত গাড়ি ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে কোনও পাবলিক বা ব্যক্তিগত পরিবহন চলাচল করতে পারবে না।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে হল প্রাধ্যক্ষদের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রে মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তাদের সবার ভোট গ্রহণ করা হবে। ভোটাররা নিজের আইডি কার্ড দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে প্রার্থীর নামের ডানপাশে নির্ধারিত ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রতিটি ভোট কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে।