• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাকৃবিতে সিট সংকট নিরসনের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৪

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিট সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি প্রকাশ করেন ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই হলে সিট সংকট নিরসনের দাবি জানিয়ে আসছেন ছাত্রীরা। তবে প্রশাসন সিট বৃদ্ধির কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবার সন্ধ্যায় বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এসময় তারা, "দাবি মোদের একটাই, সিট চাই সিট চাই,'' ''সিট নিয়ে টালবাহানা, মানি না মানবো না" এমন স্লোগান দিতে থাকে।

ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরেই হলগুলোতে সিট সংকট বিরাজমান। বেগম রোকেয়া হলে এ সংকট আরও প্রকট। এ নিয়ে প্রশাসনের সাথে কয়েক দফা বসা হয়েছিল। প্রশাসন গেলো ডিসেম্বরে নতুন সিট বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিল। তবে ফেব্রুয়ারি এলেও এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য ঈদ ই আমিন বলেন, শিক্ষার্থীদের এ দাবি ন্যায্য। প্রশাসন কয়েক দফা আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অবিলম্বে ছাত্রীদের দাবি মেনে হলে সিট বৃদ্ধিতে কার্যকর ভূমিকা নেয়া হোক।

রাত দশটার দিকে ছাত্র উপদেষ্টা সুলায়মান আলি ফকির, প্রক্টর তানভীর রহমান, সহকারী প্রক্টর শহীদুল আলম, সহকারী প্রক্টর এ কে এম মমিনুল ইসলামসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ছাত্রীদের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ চলছিল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh