• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল সোমবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এসময় আরও উপস্থিত থাকবেন রিটার্নিং অফিসারা।

এরই মধ্যে সংশোধিত হয়েছে ডাকসুর গঠনতন্ত্র। সিন্ডিকেটের বৈঠকেও সেটি পাস হয়েছে। নির্ধারিত হয়েছে ভোটার ও প্রার্থিতার যোগ্যতা। তবে ভোটকেন্দ্র হলে হবে নাকি হলের নিকটবর্তী একাডেমিক ভবনে তা নিয়ে বিভক্ত হয়ে গেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলো হলেই ভোটকেন্দ্রের দাবি জানিয়েছেন।

অন্যদিকে ছাত্র ইউনিয়ন নেতৃত্বাধীন প্রগতিশীল ছাত্র জোট হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার পক্ষে মত দিয়েছে। ছাত্রদল ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যও একইমত দিয়েছে।

এসজে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh