• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষের ছুটি ৭৫ দিন

অনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০১৯, ১২:৩৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০১৯ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) অনুমোদন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ মোট ৭৫ দিন রয়েছে এ বছরের ছুটির তালিকায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েভ সাইটে ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষাপঞ্জিতে ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অ্যাকাডেমিক শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি প্রথম কর্মদিবস পাঠ্যপুস্তক দিবস হিসেবে উদযাপিত হবে।

প্রথম সাময়িক পরীক্ষা হবে ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল (৮ দিন)। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে ১ আগস্ট থেকে ৮ আগস্ট। বার্ষিক পরীক্ষা (১ম থেকে ৪র্থ পর্যন্ত) হবে ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (সম্ভাব্য) হবে ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর।

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম চলবে। বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
চলমান তাপদাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ 
X
Fresh