DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ নভেম্বর ২০১৮, ২২:২৭ | আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৩৭
ফাইল ছবি
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।

লিখিত পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ সকাল ১০ টা থেকে।

পরীক্ষার এ সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।  

সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

এমসি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়