• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, অনুষ্ঠিত হবে শুক্রবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৮, ১১:১৯
ছবি-সংগৃহীত

অনিবার্য কারণে আগামীকাল রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ৯টায়।

শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার জেএসসি পরীক্ষার্থীদের ইংরেজি এবং জেডিসি পরীক্ষার্থীদের আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে পরীক্ষার দিন পেছানো হয়েছে। তবে এ বিষয়ে কোনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। মৌখিকভাবে মন্ত্রণালয় জানিয়েছে।

এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষা দিচ্ছে। দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।