• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চবি’র ‘এ’ ইউনিটে পাসের হার ৩৬ শতাংশ

চবি সংবাদদাতা

  ৩০ অক্টোবর ২০১৮, ১৮:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট পাসের হার ৩৬ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ফল প্রকাশ হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসেন।

জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চবির ‘এ’ ইউনিটে ১ হাজার ২৫৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ১০৩ জন শিক্ষার্থী।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। ‘এ’ ইউনিটের পাস হওয়া শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ সাবজেক্টের তালিকা পূরণ করতে পারবেন।

আরও পড়ুন :