• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে বিপাকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৮, ০৯:৪৬

সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতির কারণে বিপাকে পড়েছে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা।

রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বিশ্ববিদ্যালয় তিনটি হলো- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

গত ২৬ ও ২৭ অক্টোবর নোবিপ্রবি'তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজও বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষা রয়েছে। আবার ২৭ অক্টোবর চবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮, ২৯ ও ৩০ অক্টোবরও সেখানেও পরীক্ষা রয়েছে।