• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ শুরু ১ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৮, ২২:০৩

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারও ভর্তির আবেদন অনলাইনে করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম শ্রেণিতে বিগত বছরগুলোর মতোই লটারির মাধ্যমে ভর্তি করা হবে। এ লটারি হবে আগামী ২৩ ডিসেম্বর। লটারির ফলও এদিন বিকেলেই প্রকাশ করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আগের মতো ঢাকা মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে তিনটি ‘গ্রুপে’ ভাগ করে ভর্তি পরীক্ষা নেয়া হবে।