• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস করলো ৫৪ জন

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৮ আগস্ট ২০১৮, ১৪:৫৮

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে ফেলে থেকে পাস করেছেন ৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২০ জন। আর গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জনের।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। এছাড়া শনিবার সকালে শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

শাহেদা ইসলাম বলেন, প্রকাশিত ফলাফলে পুনঃনিরীক্ষণের আবেদন করা ৫৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। আর জিপিএ পাঁচ পেয়েছেন নতুন করে আরও ২০ জন।

এর আগে ১৯ জুলাই প্রকাশিত এইচএসসির ফল পুননিরীক্ষণ চেয়ে ১৯ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সময়ে ১৭ হাজার ৭৪০ শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
খতনার সময় শিশুর পুুরুষাঙ্গ কেটে ফেলল হাজাম, ঢামেকে মৃত্যু
X
Fresh