• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হেল্পিং বার্ডের বর্ষপূর্তিতে রক্তদাতাদের সম্মাননা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ২১:৩৪

স্বেচ্ছায় রক্তদানের সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং বার্ডের পঞ্চম বর্ষপূর্তী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রক্তদাতাদের সম্মাননাও জানিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির শিক্ষার্থীদের গড়া সংগঠনটি।

বৃহষ্পতিবার দুপুরে ডিআইআইটি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি’র (ডিআইআইটি) অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহী-বান্দরবানে আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়
--------------------------------------------------------

প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিআইআইটি’র সহযোগী অধ্যাপক মোকাররম হোসাইন, লক্ষ্মণ চন্দ্র রবিদাস ও সংগঠনের সভাপতি তাসলিমা আক্তার শান্ত। সঞ্চালনা করেন মাহমুদুল হক তপু ও তাবাসসুম সামিয়া।

এর আগে সেরা রক্তদাতাদের সম্মাননা জানানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বর্ষপূর্তীর অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি ‘একটু সাহস আর একটু সদিচ্ছা, একটু প্রচেষ্টায় বেঁচে থাকুক মানবসত্বা’ এই স্লোগানকে সামনে হেল্পিং বার্ড সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির সদস্যরা এ পর্যন্ত প্রায় সাতশ' মানুষকে রক্ত দিয়েছেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh