• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে আইনজীবী নিহত, কুবিতে বিক্ষোভ

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৫০
চট্টগ্রামে আইনজীবী নিহত, কুবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

‘ইসকনের হামলায়’ আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘চট্টগ্রামে জবাই করে, দিল্লিতে নৃত্য করে’, ‘তুমি কে? আমি কে? সাইফুল সাইফুল’, ‘ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সারা বাংলায় খবর দে, ইসকনকে কবর দে’, এসব স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইসকন সমর্থক যারা পরবর্তীতে সহিংসতা সৃষ্টি করতে চাইবে তাদেরকেও প্রতিহত করা হবে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আবদুর রহিম বলেন, ভারতীয় আগ্রাসনবাদী ইস্কন সংগঠন। এই বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করাই তাদের মূল লক্ষ্য। আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে খোঁজে বের করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

এর আগে, মঙ্গলবার বিকেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-বাংলাদেশের মধুর সম্পর্ক এখন তেতো
‘ইসকনের এজেন্ডা মার্কিন-ভারতের আধিপত্যবাদের বাস্তবায়ন’
ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
ইসকনের শুরু কীভাবে, এটি কি বিশ্বে নিষিদ্ধ