• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩৯
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি এ পদে যোগদান করেন।

যোগদান করে তিনি বলেন, হলে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখব। যথাযথ নিয়ম মেনেই হলে শিক্ষার্থীরা সিট বরাদ্দ পাবে। কোনো ধরনের বৈষম্য থাকবে না। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

ড. আরিফ ২০০৪ সালে প্রভাষক হিসেবে দর্শন বিভাগে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালে তিনি 'বার্ট্র্যান্ড রাসেলের সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা' বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তার দর্শন শাস্ত্রে ডজন খানেক গবেষণা প্রকাশনা রয়েছে।

যোগদানকালে সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, দর্শন বিভাগে অধ্যাপক আক্তার আলী ও অধ্যাপক আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা সমস্যায় জর্জরিত রাবি ক্যাফেটেরিয়া
রাবির তিন শিক্ষকসহ ছাত্রলীগের সাবেক ৬ নেতার বিরুদ্ধে মামলা
সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ