• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ২০:২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি প্রথম বারের মতো এবার রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির একসভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের উপকমিটির সভায় সর্বসম্মতভাবে ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিলে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ছাড়াও রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তও গৃহীত হয় সভায়।

এ বিষয়ে জানতে চাইলে কলা অনুষদ অধিকর্তা অধ্যাপক বেলাল হোসেন জানান, আজকে উপকমিটির সভায় যে সকল সিদ্ধান্ত এসেছে তা নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় সুপারিশ করা হবে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে সাধারণত এসব সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকে।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা সমস্যায় জর্জরিত রাবি ক্যাফেটেরিয়া
রাবির তিন শিক্ষকসহ ছাত্রলীগের সাবেক ৬ নেতার বিরুদ্ধে মামলা
সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আজ