• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশসেরা শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ এ দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস্ প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে শাবিপ্রবির দল সাস্ট ফ্যানাটিক্স। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১১৩ টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় এই টিম।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি ফেস্ট-২০২৪ ফেস্টে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সাস্ট ফ্যানাটিকস্, ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল মোট ৬টি প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। তারমধ্যে দেশের ১১৩টি দলের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাস্ট ফ্যানাটিকস ছাড়াও ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্ ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফেহ সানি বলেন, আজকের প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরীক্ষকরা প্রত্যেক দলকে ১২টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে দেয়। এসব সমস্যা সমাধানের সময়সীমা ছিল ৫ ঘণ্টা। আমাদের দল সাস্ট ফ্যানাটিক্স সবচেয়ে কম সময়ের মধ্যে ৭টি সমস্যা সমাধান করে। যার জন্য এই কনটেস্টে আমরা চ্যাম্পিয়ন হই।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে রক্তদান কর্মসূচি
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদ শাবিপ্রবি জিয়া পরিষদের
শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘চীনে উচ্চশিক্ষাবিষয়ক’ সেমিনার