• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

হাবিপ্রবিকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলেন উপাচার্য

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৪
ছবি : আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে ডিভিএম গেইট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

র‍্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, আজকের র‍্যাগিং ও মাদক বিরোধী এই র‍্যালি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য, কিন্ত আমরা এই বিষয়টাকে শুধু র‍্যালির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই এই বিষয়টিকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এইটা পালন করার চেষ্টা করবো।

আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আপনারা যারাই আছেন আমরা এই জিনিসটাকে অন্তর থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। কেউ যদি কোথাও র‍্যাগিংয়ের কোনো আলামত পান কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন, আমরা কঠোর হস্তে তা দমন করবো।

নবীন শিক্ষার্থীরা তোমরা যদি কেউ মনে করো তোমাদের বড় ভাইরা তোমাদেরকে র‍্যাগ দিচ্ছে বা র‍্যাগিংয়ের শিকার হচ্ছে সঙ্গে সঙ্গে তোমরা ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগে জানাবা, পাশাপাশি আমাকে জানাবা আমি কঠোর ব্যবস্থা নিবো। আপনাদের সহায়তায় আজ থেকে আমি আমাদের ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করলাম।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম
উপাচার্য নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের
পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি
শাবিপ্রবি শিক্ষার্থীদের তৈরি ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন উপাচার্য