• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ অক্টোবর

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৮
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভাশেষে তিনি এ কথা জানান।

এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা থাকলেও চলমান ক্যাম্পাস পরিস্থিতি ও পূজার ছুটির কারণে ক্লাস শুরুর ব্যাপারে অপরাগতা প্রকাশ করে প্রশাসন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও নানা জটিলতায় শ্রেণি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি শিক্ষার্থীকে মারধর, রাজধানী পরিবহনের ২৪ বাস আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ
গাজীপুর থেকে জাবি শিক্ষার্থী রায়হান গ্রেপ্তার
জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে মামলা