• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কাওয়ালী সন্ধ্যা’

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭
নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কাওয়ালী সন্ধ্যা’
ছবি : আরটিভি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালী সন্ধ্যা ও শানে মোস্তফা (সা.)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ‘২৪-এর মঞ্চ’ এর উদ্যোগে নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই কাওয়ালী সন্ধ্যা ও শানে মোস্তফা (সা.) আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

২৪-এর মঞ্চের আহ্বায়ক ইশতিয়াক জামিল বলেন, ‘আমরা চাইব কাওয়ালি গানে যাতে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পরিমাণে অংশগ্রহণ করে। আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেবো। তার পরবর্তীতে আমরা বুঝতে পারবো ঠিক কি পরিমাণে গায়ক হবে। যদি গায়কের শর্টয়েজ পরে তাহলে আমরা বাইরের শিল্পীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করব।’

তিনি আরও বলেন, ‘কাওয়ালী গানের বাইরে দেশাত্মবোধক গান ও কবিতা হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজন করছি। আশা করি, ভালো একটি অনুষ্ঠান হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ
অধ্যাপক ছাড়াই চলছে নোবিপ্রবির ১৫ বিভাগ ও ২ ইন্সটিটিউট 
সভা-সমাবেশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ