• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৩
অধ্যাপক মুহাম্মদ মাছুদ। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মুহাম্মদ মাছুদকে সাময়িকভাবে কুয়েটের উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো—(ক) উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। (খ) উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। (গ) বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। (ঘ) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। (ঙ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট কুয়েটের উপাচার্য মিহির রঞ্জন হালদার ও সহ–উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া পদত্যাগ করেন।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই ভিসিসহ প্রশাসনিক পদে নিয়োগের দাবি
বিপিএলে কোন দলে কারা খেলবেন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ
ঢাকা বিআরটিতে আকর্ষণীয় বেতনে নিয়োগ