• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

পদত্যাগ করলেন শাবিপ্রবির প্রোভিসি-কোষাধ্যক্ষ

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১৫:২০
পদত্যাগ করলেন শাবিপ্রবির প্রোভিসি-কোষাধ্যক্ষ
ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

শনিবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, ১০ আগস্ট সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

১০ আগস্ট দিনে বিশ্ববিদ্যালয়ের ভিসি, মেডিকেল প্রশাসক, পরিবহন প্রশাসক ও গবেষণা কেন্দ্রের পরিচালক পদত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেয়।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টির আহ্বায়ক সোলায়মানের পদত্যাগ
পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ
চুক্তিভিত্তিক ১৫ বছর কাজের পর পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ