• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ঢাবির জিয়া হল রাজনীতিমুক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের শপথ

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৬:২৩
ঢাবির জিয়া হল রাজনীতিমুক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের শপথ
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রাজনীতিমুক্ত ঘোষণা করে শপথ পাঠ করেছেন হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঢাবির জিয়াউর রহমান হলের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ শপথ পাঠ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা জিয়া হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি জানান।

শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ শত সহস্র শহীদের স্মরণে শপথ করছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকব। হলকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলবো। হলের শৃঙ্খলা বজায় রাখব। শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দেব না।

তারা আরও বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সঙ্গে জড়িত ঢাবি উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা জিয়া হলের শিক্ষার্থীরা প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখব।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল্টা ডিগ্রি কলেজের নতুন সভাপতি শাকিল চৌধুরী 
ভিসি নিয়োগের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চবি শিক্ষার্থীদের
আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে জাবি
আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়