• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

ভিত্তিহীন সংবাদের বিষয়ে যে ব্যখ্যা দিলো ঢাবি প্রশাসন

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:১২
ফাইল ছবি

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ধরনের কোনো মন্তব্য কখনো করেননি।

এতে আরও বলা হয়েছে, গত ১৯ জুলাই ভিত্তিহীন এই সংবাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিলো। কিছু গণমাধ্যম ইতিমধ্যে এ সংক্রান্ত খবরের সত্যতা না পেয়ে তাদের অনলাইন ভার্সন থেকে সংবাদটি সরিয়ে নিয়েছে। কিন্তু এসব গণমাধ্যমের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অসত্য ও অনভিপ্রেত এই সংবাদটি নিয়ে অপপ্রচার চলছে, যা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ২ অধ্যাপকের অব্যাহতির দাবি, শিক্ষার্থীদের মার্চ কর্মসূচি 
গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কমিশন, আসছে গণবিজ্ঞপ্তি
এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সংশোধিত জরুরি নির্দেশনা
যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নয়: মানবাধিকার কমিশন