• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১০:৪৯
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরবর্তী সূচি পরবর্তীতে জানানো হবে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতের এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২ আগস্ট ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এনটোমোলজি, অ্যাগ্রোনমি, অ্যাকোয়াকালচার এবং পোলট্রি সায়েন্স বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৯, ২০ ও ২১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করে বাউবি।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শাবিতে শিক্ষার্থীদের অবস্থান
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য 
ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার সঙ্গে থাকছে শিখনকালীন মূল্যায়নও
জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল