• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

‘মেরুদণ্ডযুক্ত শিক্ষক-শিক্ষিকা’ চেয়ে কুবি সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ০৮:৪৭
‘মেরুদণ্ডযুক্ত শিক্ষক-শিক্ষিকা’ চেয়ে কুবি সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের ‘নির্লিপ্ততায়’ ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ‘বোবা হওয়া এবং মেরুদণ্ড বিলুপ্ত হওয়ায়’ জরুরি ভিত্তিতে ‘মেরুদণ্ডযুক্ত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক-শিক্ষিকা’ প্রয়োজন উল্লেখ করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বোবা হওয়া এবং মেরুদণ্ড বিলুপ্ত হওয়ায় জরুরি ভিত্তিতে মেরুদণ্ডযুক্ত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক-শিক্ষিকা প্রয়োজন। এ অবস্থায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উপযুক্ত প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আবেদন যোগ্যতার বিষয় উল্লেখ করে লেখা হয়, ‘সিজিপিএ একটু কম হলেও হবে কিন্তু প্রার্থীকে বিবেকবুদ্ধি সম্পন্ন মেরুদণ্ডী এবং কথা বলতে পারা মানুষ হতে হবে।’

বিজ্ঞপ্তি প্রকাশ করা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ‘কালো কিংবা লাল যেভাবেই হোক, আজ সারাদেশে শোক পালন হচ্ছে। কিন্তু আমাদের কুবির শিক্ষকরা নিশ্চুপ। গোটা আন্দোলনে তাদের কোনো উচ্চবাচ্য দেখলাম না এখন পর্যন্ত। দেশজুড়ে এতগুলো মেধাবী শিক্ষার্থীর মৃত্যুও তাদের টনক নড়াতে পারলোনা। তাই আমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ।’

এই বিষয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলন যেদিকে ছিলো সেদিক থেকে এখন সরে গেছে। এখন আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। সহিংস কোনো আন্দোলন শিক্ষার্থীরা করতে পারে না। আমরা সবসময়ই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। মনে রাখতে হবে, শিক্ষক-শিক্ষার্থীরা একে-অপরের পরিপূরক। শিক্ষার্থীদের এ ধরনের বক্তব্য কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি।’

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কুবি উপ-উপাচার্য
পদত্যাগ করলেন কুবি উপাচার্য
কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ