আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জাবি শিক্ষক সমিতির সংহতি
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ক্ষোভ প্রকাশ করে তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদ উপাচার্য বরাবর জানিয়ে ৬টি দাবি ও পর্যবেক্ষণ জানিয়েছে জাবি শিক্ষক সমিতি।
এ সময় সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কটাক্ষ করায় শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
শিক্ষকদের দাবি ও পর্যবেক্ষণ -
প্রশাসন ১৫ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাতে নিরাপত্তা দিতে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। এমনকি প্রশাসনের আচরণ সন্দেহজনক।
হামলায় আহত ইতিহাস বিভাগের অধ্যাপক খোন্দকার লুৎফুল এলাহীর চিকিৎসাভার বহন করতে হবে।
আহত শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসাভার বহন করতে হবে।
হল বন্ধ করে দেওয়ার মতো সুবিধাজনক সিদ্ধান্ত নেওয়া যাবে না।
সোমবারের ঘটনা প্রশাসনের ব্যর্থতা বা সন্দেহজনক যাই হোক, আজকের পর কোনো শিক্ষক-শিক্ষার্থী আক্রান্ত হলে প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করব।
ক্যাম্পাসে বহিরাগতদের নিষিদ্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে ভিসির বাসভবনের ভিতরে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। প্রশাসনকে এর দায়ভার বহন করতে হবে। আহত শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।
মন্তব্য করুন