• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাগ্য খুলছে ৯৬ মেডিকেল ভর্তিচ্ছুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৭, ১৯:২৭

সরকারি মেডিকেলে ভর্তিচ্ছু ৯৬ শিক্ষার্থীর ‘ভাগ্য’ খুলতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের অপেক্ষমান তালিকায় থাকা ৫শ’ ভর্তিচ্ছুর মধ্যে ৯৬ শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছেন।

আগামী ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে সুযোগপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য অধিদফতর।

তাদের মধ্যে কে কোন মেডিকেল কলেজে কবে ভর্তি হবেন তাও উল্লেখ করে দেয়া হবে।

গেলো ৬ অক্টোবর রাজধানীসহ সারাদেশে ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী ৮২ হাজার ৮৫৬ জন ছাত্র-ছাত্রীর মধ্য থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ৩১ সরকারি মেডিকেল কলেজে মোট ৩ হাজার ৩১৮ শিক্ষার্থীকে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় স্বাস্থ্য অধিদফতর।

২৬ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ঢাকার বাইরের বিভিন্ন মেডিকেল কলেজে ৯৬টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়নি। জানা গেছে, ঢাকা ও এর আশেপাশের কোনো সরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের প্রস্তুুতকৃত অপেক্ষমাণ পাঁচশ’ জনের তালিকার মধ্য থেকে শীর্ষ ৯৬ ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। তবে তাদের কেউই আপাতত রাজধানীর কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হল অদম্য মেধাবী অপুর
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ মিথ্যা!
এক কলেজের ৫১ শিক্ষার্থী পেল মেডিকেলে ভর্তির সুযোগ
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কিশোরগঞ্জের মেয়ে তানজিম
X
Fresh