• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবি উপাচার্য নিয়োগে কোন অনিয়ম হয়নি : শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৩

রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাপক ড. আখতারুজ্জামানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি এ ক্ষমতা রাখেন। এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাবি উপাচার্য নিয়োগ আইন অনুযায়ী হয়েছে। রাষ্ট্রপতি চাইলে প্যানেলের বাইরের কাউকে সাময়িকভাবে নিয়োগ দিতে পারেন। যারা বলছেন যে এতে আইনের ব্যত্যয় হয়েছে, তারা ঠিক বলছেন না।

তিনি বলেন, নতুন উপাচার্যের নিয়োগপত্রে যেসব শর্ত উল্লেখ রয়েছে, তা সব ভিসির নিয়োগপত্রেই থাকে। তবে এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে।

সোমবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ঢাবি উপাচার্য নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে নিম্নে বর্ণিত শর্তে সম্পূর্ণ সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন সুসংহত করতে হবে : রাষ্ট্রপতি
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh