• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ছে করোনা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫৫
It is not increasing, whether the educational institution will be closed or not, the education minister said
ফাইল ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। এমন পরিস্থিতিতে আগের মতো এবারও দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে কি না, এমন বিষয়ে ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি। আজ রোববার (১৬ জানুয়ারি) সাভারের পোস্টাল ট্রেনিং সেন্টারে (পিটিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনও ভাবছি না। যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখা হবে।’

কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমধুমে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সীমান্ত এলাকা মানবশূন্য 
সীমান্তে গোলাগুলির কারণে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
টাঙ্গাইলে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  
ঈশ্বরদীতে ৯.২ তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
X
Fresh